সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজা বেগম (৬) গ্রামের মাহফুজ মিয়ার মেয়ে। এর আগে গত মঙ্গলবার একই গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে মাহফুজাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী রত্না নদীতে মাহফুজার মরদেহ ভেসে ওঠে।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
বিডি প্রতিদিন/হিমেল