একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার আসামি কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সাতপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে মাসুক ও সিলেটের বিয়ানীবজার উপজেলার শিকারপুর গ্রামের আবদুর নুরের ছেলে আমিনুল।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক দেবাশীষ শর্মা বলেন, আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল