সিলেটে মাছ ও সবজি প্রক্রিয়াজাত করে বিদেশি রফতানিকারক প্রতিষ্ঠান ‘ইউরোক্রস ফ্রোজেন ফুডস (বিডি) লিমিটেড’ পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের পরিচালক ডেরেক গ্রিফিথস।
মঙ্গলবার দুপুরে সিলেট শহরতলির খাদিম নগরস্থ বিসিক শিল্পনগরী এলাকায় ইউরোক্রসের কার্যালয়, ল্যাব ও প্রক্রিয়াজাতকরণ এলাকা পরিদর্শন করেন তিনি। ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা ডেরেক গ্রিফিথসকে স্বাগত জানান ইউরোক্রসের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুকিত। উভয়ের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা হয়।
ইউরোক্রসের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুকিত জানান, তিনি একজন ব্রিটিশ বিনিয়োগকারী হিসেবে সিলেটে মাছ ও সবজি প্রক্রিয়াজাত করে বাইরের দেশে রফতানি করছেন। ব্রিটিশ বিনিয়োগকারী হিসেবেই এখানে ব্যবসার কাজে কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মিলছে কিনা, এসব বিষয়ে খোঁজ নিতেই ডেরেক গ্রিফিথস এসেছিলেন। তিনি ইউরোক্রসের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন ও ঘুরে দেখেন। এ সময় ইউরোক্রসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৯/মাহবুব