সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবার চালানসহ এক যুবককে আটক করেছে র্যাব।
গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে কামরান আহমদ নামের ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
কামরান কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার মো. মসদ্দর আলীর ছেলে। তার কাছ থেকে মাদক বিক্রির ২৮ হাজার ৮৫০ টাকা এবং ৬টি মোবাইল ফোন সেট ও সিমকার্ড উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন