সিলেটে মিষ্টি ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে সিলেটের গোটাটিকর বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালায়। এসময় মিষ্টি ও বিস্কুটে তেলাপোকা, মেয়াদোত্তীর্ণ ভেজাল তেল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্র্যসামগ্রী উৎপাদন এবং সংরক্ষণের অভিযোগে চারটি কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ জানিয়েছেন, নিরাপদ খাবার নিশ্চিতের লক্ষ্যে তাদের অভিযান চলছে। ঈদের পরও এই অভিযান অব্যাহত রাখা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন