সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় জুয়ার আসরে মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ১৫ জুয়াড়িকে আটক করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহর আলী শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শুক্রবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, কাজিরবাজারে একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায়। এসময় ১৫ জনকে আটক করা হয়। অভিযানকালে শতাধিক জুয়াড়ি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন