প্রতি বছর ঈদের মৌসুমে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সিলেটি প্রবাসীরা দেশে ফিরেন। পরিবার-পরিজনদের সাথে ঈদ কাটাতে দেশে আসা প্রবাসীদের আনাগোনা থাকে সিলেটের বিপণিবিতানগুলোতে। এর ইতিবাচক প্রভাব পড়ে ঈদকেন্দ্রিক ব্যবসায়।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সিলেটের ঈদবাজারে প্রবাসীদের আনাগোনা প্রায় নেই বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু তাতে অখুশি নন ব্যবসায়ীরা।
সিলেটের একাধিক ব্যবসায়ী জানান, প্রতিবার ঈদের মৌসুমে প্রবাসীদের কেন্দ্র করে ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়ে। তবে এবার ঈদের মৌসুমকে কেন্দ্র করে দেশে প্রবাসীদের ফেরার সংখ্যা কম। যার ফলে বিপণিবিতানগুলোতেও প্রবাসীদের দেখা মিলছে না।
ব্যবসায়ীরা বলছেন, প্রবাসীদের আনাগোনা একেবারেই কম থাকলেও এবার ব্যবসা খারাপ হচ্ছে না মোটেও। তারা (ব্যবসায়ী) যে প্রত্যাশা নিয়ে ঈদের মৌসুম শুরু করেছিলেন, তা পূরণ হচ্ছে।
ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসা খুবই ভালো হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এবার ঈদবাজারে প্রবাসীদের দেখা মিলছে না। কিন্তু এর কোনো নেতিবাচক প্রভাব আমাদের ব্যবসায় পড়ছে না। কাঙ্ক্ষিত ব্যবসাই হচ্ছে আমাদের।
সিলেট নগরীর জিন্দাবাজারের ব্লু-ওয়াটার শপিং সিটির ব্যবসায়ী ফয়সল রুমন বলেন, অন্যবার ঈদের সময় প্রবাসী ক্রেতাদের আনাগোনা দেখা যেতো। তাদেরকে কেন্দ্র করে আমাদের একটি লক্ষ্য থাকতো। তবে এবার প্রবাসীদের সংখ্যা প্রায় নেই-ই। তারপরও ব্যবসা ভালো যাচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা