আসন্ন ঈদুল ফিতরে সিলেটে জঙ্গি বা সন্ত্রাসী হামলার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। তবে ঈদ জামাত নির্বিঘ্ন করতে শাহী ঈদগাহসহ যেসব স্থানে নামাজ অনুষ্ঠিত হবে সেসব স্থানে কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সিলেটে ঈদের প্রধান জামাতস্থল ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরিতোষ ঘোষ বলেন, সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে। তাই ঈদগাহ ঘিরে কড়া নিরাপত্তা বেস্টনি থাকবে। শাহী ঈদগাহর প্রতিটি ফটকে থাকবে চেকপোস্ট। ইতোমধ্যে সেখানে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। ঈদ জামাতে জায়নামাজ ব্যতিত অন্য কিছু সাথে না নিতে মুসল্লীদের প্রতি আহবান জানান তিনি।
শাহী ঈদগাহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ, বিভুতি ভুষণ ব্যানার্জি ও ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-কমিশনার সুজ্ঞান চাকমা, জেদান আল মুসা, সহকারী কমিশনার মো. ইসমাইল প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা