সিলেটে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান রাখবেন হযরত মাওলানা শায়খে বরুণী সৈয়দুর রহমান হাবিবী।
এছাড়া সকাল সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের জামে মসজিদ, সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠ এবং সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, হযরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদ, বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে মসজিদটিতে।
ঈদ জামাতকে কেন্দ্র করে সিলেট নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
সোমবার শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, শাহী ঈদগাহে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মুসল্লিদের তল্লাশি করে ঈদগাহ ময়দানে ঢুকতে দেয়া হবে। নামাজে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কিছু সাথে না আনতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার