সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী ওই বাসটি এই দুর্ঘটনার শিকার হয়।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনায় নিহত বাসযাত্রী খুর্শেদা বেগম (২০) সুনামগঞ্জ জেলার সদর থানার বেড়িগাঁও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশও ময়না তদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম