মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন।
তিনি জানান, চিফ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ সময় দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পর জানা যাবে।
তিনি আজ সোমবার সকাল সোয়া ৮টায় বিশেষ ট্রেনে করে কুলাউড়া স্টেশনে পৌঁছান। সেখান থেকে ঘটনাস্থল পরিদর্শনে যান।
বিডি প্রতিদিন/কালাম