২৪ জুন, ২০১৯ ১১:০৯

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা; উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় নারীরাও

অনলাইন ডেস্ক

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা; উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় নারীরাও

সংগৃহীত ছবি

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেসে বগি লাইনচ্যূত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২ শতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

রবিবার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়ার বরমচাল এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যূত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় নারীরাও। 

যাত্রীদের চিৎকার শুনে পার্শ্ববর্তী বরমচাল বাজারে অবস্থানরত স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় মসজিদে মাইকিং করে উদ্ধারকাজে নামেন এলাকাবাসী। মাইকিং শুনে ঘর ছেড়ে ঘুম ভেঙে উদ্ধারকাজে নামেন নারী-পুরুষ উভয়ে।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর