সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেসে বগি লাইনচ্যূত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২ শতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
রবিবার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়ার বরমচাল এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যূত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেন দুর্ঘটনায় নিহত চার জনের মাঝে তিন জনের পরিচয় পাওয়া গেছে। কুলাউড়া হাসপাতাল সূত্রে নিহতরা হলেন ফাহমিদা ইয়াসমিন ইভা (২০), মনোয়ারা পারভীন (৪৫) ও সানজিদা আক্তার (২২)।
নিহত একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা