সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম ফাতেমাতুজ জোহরা বিশ্বনাথ নতুন বাজার, পুরান বাজার ও কালিগঞ্জ বাজারে এই আদালত পরিচালনা করেন।
এ সময় বিশ্বনাথ নতুন বাজার ও পুরান বাজারের বিভিন্ন মোবাইল সার্ভিসিং সেন্টারে পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও সামগ্রী মজুদ, সরবরাহ এবং প্রদর্শনের প্রমাণ পাওয়ায় ৩টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কালিগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন মামলায় কয়েক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, বিভিন্ন দোকানে উচ্চ আদালতে নিষিদ্ধ পণ্যসমূহ জব্দ ও বিনষ্ট করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল