জাতীয় সংসদের সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্মৃতি পরিষদ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বুধবার সকাল ১১টার দিকে হযরত শাহাজালাল (রহ.) দরগাহ সংলগ্ন কবরস্থানে হুমায়ূন রশীদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সচেতন নাগরিক কমিট-সনাক সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর প্রমুখ।
এসময় তারা কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম