সিলেটে যুক্তরাজ্য প্রবাসী তিন যুবকের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের আরও দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সুনামগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এনিয়ে হামলার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার গ্রেফতার হওয়া ছাত্রলীগের কর্মীরা হলো- দিপু রায় ও সাগর তালুকদার। তারা সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে গ্রুপের কর্মী। এর আগে একই গ্রুপের আরেক কর্মী পলাশকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দিপু ও সাগরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।
গত ৬ আগস্ট রাতে সিলেট নগরীর জল্লারপাড়ে পাঁচভাই রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হওয়ার সময় যুক্তরাজ্য প্রবাসী তিন যুবকের সাথে অশালীন কথাবার্তা ও অসদাচরণ করে ছাত্রলীগের ওই কর্মীরা। এর প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। তাদের প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন আহতদের চাচাতো ভাই।
বিডি প্রতিদিন/এনায়েত করিম