মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী নাসির উদ্দিন (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী রেহানা পারভীন (৪০)।
নিহত নাসির হবিগঞ্জের চুনারুঘাট থানার বাসিন্দা এবং ওষুধ কোম্পানীর কুলাউড়া উপজেলার মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।
বিডি প্রতিদিন/আরাফাত