সিলেটের জাফলং বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। সিএনজি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হন সাহেল নামের ওই যুবক। এসময় আহত হন আরও ১২ জন।
সোমবার সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগণা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহেল (২৬) সিলেটের মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুরের লিলু মিয়ার ছেলে।
শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন যুবক জাফলং বেড়াতে যাচ্ছিলেন। পরগণা বাজার এলাকায় যাওয়ার পর লেগুনার সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন উভয় গাড়ির আরও ১২ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, আহত ১২ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/হিমেল