সিলেটের বিশ্বনাথে আধা কেজি গাঁজাসহ ফয়ছল মিয়া (৩৫) ও গফুর আলী (২২) নামে দু’ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
ফয়ছল রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাজী আরিছ আলীর ছেলে ও গফুর একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে।
জানা গেছে, পেশাদার মাদক কারবারী ও ওসমানীনগর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ফয়ছল ওইদিন তার পার্শ্ববর্তী গ্রামের তবারক আলীর স্ত্রী সাবিনা বেগমের মালিকানাধীন অটোরিকশা (নং সুনামগঞ্জ-থ, ১১২০৬৭) যোগে গাঁজা নিয়ে লামাকাজী থেকে বিশ্বনাথ অভিমুখে আসছিল। গোপনে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ-লামাকাজী সড়কের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের সামনে থেকে ফয়ছল ও অটোচালক গফুরকে আটক করে।
থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর দু’জনকেই মঙ্গলবার সিলেটের আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম