সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কাজে জড়িত অবস্থায় তিন নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের উপহার কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বাসা থেকে তাদেরকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটককৃত তিন নারীর মধ্যে দুজনই সিলেটের নারী নেত্রী। এদের একজন সিলেট জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বনপাড়া দক্ষিণ বর্তমান পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আজিজুর রহমান চৌধুরীর স্ত্রী মিনারা বেগম চৌধুরী(৩১)। আর আরেক জন সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও নজিরগাঁও মাতৃ মঞ্জিলের মোহাম্মদ হোসেন স্ত্রী হেনা বেগম (৪৫)। হেনা সিলেট জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক বলেন, রবিবার রাতে এলাকাবাসীর সহযোগীতায় অসামাজিক কাজে জড়িতদের আটক করা হয়েছে। তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এসময় পুলিশ ঘটনাস্থলে না পৌছালে এলাকাবাসী তাদের উপর হামলা করারও আশঙ্কা ছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন