হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৭) নামে তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সুরমা মেইল ট্রেনের ধাক্কায় এ ঘটনাটি ঘটে।
নিহত সালমা আক্তার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। তার ২ ছেলে ও দেড় বছরের এক মেয়ে সন্তান রয়েছে।
সুত্রে জানা যায়, সালমা আক্তার ও তার স্বামী উপজেলার সুরাবই গ্রামে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং অলিপুর রেলগেইটের পাশে একটি চা স্টলের ব্যবসা করতেন।
অলিপুর রেলগেইট ম্যান শামীম মিয়া জানায়, সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেলগেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নারীর মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন