এবার ‘দা হাতে’ মশা নিধন আর পরিচ্ছন্নতা অভিযানে নামলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অভিযানের অংশ হিসেবে বুধবার নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দা দিয়ে কেটে নিজেই পরিষ্কার করেছেন জঙ্গল। এরপর ফগার মেশিন দিয়ে নিজে ছিটিয়েছেন মশার ওষুধ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলানন্দ স্কুলে যান মেয়র আরিফ। এসময় স্কুলের আঙ্গিনায় জঙ্গল ও অপরিচ্ছন্ন দেখে নিজেই নেমে পড়েন পরিচ্ছন্নতার কাজে। দা হাতে নিজেই পরিষ্কার করেন জঙ্গল। এরপর ফগার মেশিন দিয়ে পুরো স্কুল আঙ্গিনায় মশার ওষুধ ছিটান।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু নগর ভবনের নয়, সকল নাগরিকেরও। বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ অনেক ধরণের রোগ-বালাই থেকে মুক্তি পাওয়া যাবে।
এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই থেকে নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন।
বিডি প্রতিদিন/এ মজুমদার