সিলেটের বিশ্বনাথে নুরুল হক নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নুরুল হকের বিরুদ্ধে বিশ্বনাথ ও সিলেট কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। দু’টি মামলায় তাকে ১৬ মাসের সাজা ও ১৪ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। পরোয়ানা নিয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, আদালতের দণ্ড ও গ্রেফতারি পরোয়ানা নিয়ে সে পালিয়ে ছিল। তাকে কোর্টে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম