সিলেট নগরীর সাগরদিঘীরপাড়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ছিনতাইর এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ছালেহ আহমদ জানান, নগরীর আম্বরখানায় তার মোবাইল কার্ডের দোকান রয়েছে। মোবাইল কার্ড কেনার জন্য তিনি বৃহস্পতিবার দোকানে ৬ লাখ টাকা রাখেন। কিন্তু ঢাকা থেকে কার্ড নিয়ে বিক্রেতা না আসায় তিনি রাতে ওই টাকা নিয়ে বাসায় ফিরছিলেন।
তিনি বলেন, সাগরদিঘিরপাড়ে আসার পর দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী এসে তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি তিনি কোতোয়ালী পুলিশকে জানিয়েছেন।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রিতা বেগম জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ