মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নোয়াগাও এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে সিলেটগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটনাস্থলেই একজন মারা যান।
নিহত মোটরসাইকেল আরোহী ভূনবীর শাষন নগেন্দ্র দেবের ছেলে অপু রঞ্জন (২৬)। তিনি মৌলভীবাজারে এক বেসরকারি ক্লিনিকের ম্যানেজার ছিলেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, আমরা নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করছি। বাসের চালক কালু মিয়াসহ বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৯/আরাফাত