মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে হযরত শাহজালার (রহ.) মাজার প্রাঙ্গনে জেনারেল ওসমানীর কবরে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ, দোয়া মাহফিল, কোরআনে খতম ও শিরণি বিতরণ। পরে সিলেট নগরীর সুরমা মার্কেটে পরিষদের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সারওয়ার আহমদ আবদাল, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সৈয়ীদ আহমদ বহলুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার