সিলেটের গোয়াইনঘাটে দুই সহোদরের চোখে এসিড নিক্ষেপের মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার উত্তর রাউৎগ্রামের আবদুস সালাম, নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুর রশীদ ও রুবেল মিয়া। এদের মধ্যে রুবেল মিয়া পলাতক ও বাকিরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামসুল ইসলাম।
এডভোকেট শামসুল ইসলাম জানান, মামলায় ২৮ জন স্বাক্ষীর মধ্যে ১৭ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। এর মধ্যে প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছিলেন ১৪ জন।
জানা যায়, গোয়াইনঘাটের উত্তর রাউৎগ্রামের আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য আসামিরা সংঘবদ্ধ হামলা চালায়। এসময় তারা দুই ভাইয়ের চোখে এসিড ঢেলে দেয়। এতে তাদের চোখ নষ্ট হয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার