সিলেটে অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার সকাল সোয়া ৬টার দিকে জালালাবাদ থানার কালারুকা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- পুরান কালারুকা গ্রামের শানুর আলীর ছেলে একরাম আলী ও জবান আলী। তারা ওই এলাকার মনফর বাহিনীর অন্যতম সদস্য বলে পুলিশ জানিয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার