সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা করেছে জেলা ও মহানগর বিএনপি। বিকেলে নগরীর সোবহানীঘাটের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও দরগাগেইটস্থ সোলেমান হলে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। তার প্রতিষ্ঠিত দল বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। বিএনপি এবং জিয়া পরিবারকে নিয়ে বর্তমান সরকার নানা ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে আর কারাগারে দেখতে চায় না। দুর্বার আন্দোলনের মাধ্যমে তারা শুধু খালেদা জিয়াকেই নয়, দেশের গণতন্ত্রকেও মুক্ত করবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাহের শামীমের পরিচালনায় জেলা বিএনপির সভায় বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক ও খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম প্রমুখ।
এছাড়া মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার