সিলেটে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ফজর আলী (৩২) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
সোমবার ভোররাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এমডিসি ব্রিকসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। ফজর আলী গোয়াইনঘাটের গৌখালপাড় এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
র্যাব জানায়, গত সোমবার ভোররাত ৩টার দিকে মিত্রিমহল এমডিসি ব্রিকস ফিল্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফজর আলীকে গ্রেফতার করে। এসময় তার সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। বন্দুকযুদ্ধ চলাকালে ফজর আলী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ময়না তদন্তের জন্য বর্তমানে তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন