মামলা চলাকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য ও প্রমণাদি সরবরাহ না করার অভিযোগে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে জরিমানা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা জুয়েল।
মঙ্গলবার দুদক সিলেট অফিসের উপ পরিচালক রেবা হালদার এই আদেশ দেন। মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন দুদক সিলেট অফিসের অপর উপ পরিচালক নূর-ই-ইসলাম।
জানা যায়, মুক্তিযোদ্ধা সংসদের প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেট মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে ওই মামলায় খালাস পান জুয়েল।
দুদক সূত্র জানায়, মূল মামলা থেকে খালাস পেলেও মামলা চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি চায় দুদক। এনিয়ে তাকে একাধিকবার নোটিশও দেওয়া হয়। কিন্তু জুয়েল প্রমাণাদি না দেওয়ায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মঙ্গলবার মুক্তিযোদ্ধা জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, ‘একটি কাল্পনিক অভিযোগে আমার বিরুদ্ধে দুদক মামলা করেছিল। ওই মামলা থেকে আমি খালাস পেয়েছি। তারা যেসব ডকুমেন্ট আমার কাছে চেয়েছিল, এসবের কিছুই আমার কাছে ছিল না। ডকুমেন্ট না থাকলে আমি দেব কিভাবে? দুদক যে রায় দিয়েছেন আমি তার বিরুদ্ধে আপিল করবো।’
বিডি-প্রতিদিন/মাহবুব