সিলেটের বিশ্বনাথ থানার অদূরে আল-হেরা শপিং সিটি মার্কেটের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে মার্কেটটির নিচতলায় অবস্থিত জুয়েল মোবাইল গার্ডেনে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দেয়াল ভেঙে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগেও মার্কেটের আরও কয়েকটি দোকানে চুরি সংগঠিত হয়েছে বলে জানা গেছে।
এ দিকে আল-হেরা শপিং সিটি মার্কেটে নৈশপ্রহরী থাকার সত্ত্বেও একাধিক দোকানে চুরি সংগঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
জুয়েল মোবাইল গার্ডেনের সত্বাধিকারী জুয়েল আহমদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় দোকান খুলে দেখা যায় পেছনের দেয়াল ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকানের ক্যাশে থাকা নগদ এক লাখ ৫৩ হাজার টাকা, বিদেশি পাউন্ড ও বেশ কয়েকটি মূল্যবান মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান তিনি।
থানার ওসি শামীম মুসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন