সিলেটের ফেঞ্চুগঞ্জে সহপাঠীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক স্কুলছাত্র। নিহত ছাত্র মাহিদ ইসলাম উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শ্রেণিকক্ষের সামনের সারির বেঞ্চে বসা নিয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসা নিয়ে স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম ও মাহিদ ইসলামের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সাইফুল ঘুষি মারে মাহিদকে। এতে মারা মান মাহিদ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মাহিদের লাশ উদ্ধার করে।
সহপাঠীর ঘুষিতে মাহিদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ