শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালন করা হয় নানা কর্মসূচি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। বিএনপি সাইফুর রহমানকে ‘সিলেট বিভাগের উন্নয়নের রূপকার’ হিসেবে আখ্যায়িত করে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাহারমর্দনে সাইফুর রহমানের কবরে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিলেট জেলা ও মহানগর বিএনপি। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ উপস্থিথ ছিলেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিকালে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া মরহুম এম সাইফুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের আহবায়ক মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক বক্তব্য রাখেন। অন্যদিকে, মেয়র আরিফের ব্যক্তিগত উদ্যোগে নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার