Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৪১

সিলেটে বাবার স্মৃতিচারণে কাঁদলেন সাদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বাবার স্মৃতিচারণে কাঁদলেন সাদ এরশাদ

সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করেছেন রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদপুত্র সাদ এরশাদ। 

শনিবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে রংপুর ফিরে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান সাদ। 

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাদ এরশাদ সাংবাদিকদের বলেন, এর আগে তিনি কয়েকবার সিলেটে এসেছেন। কিন্তু বাবা ছাড়া তিনি এই প্রথম সিলেটে মাজার জিয়ারত করতে আসলেন। এসময় বাবার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ। 

পরে সাদ এরশাদ হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করে সার্কিট হাউসে যান। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। রাতে তিনি ঢাকায় ফিরে আসেন। 

মাজার জিয়ারতকালে তার সাথে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফয়ছল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, এটিইউ তাজ রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য