সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বেড়াতে এসে পানিতে তলিয়ে যাওয়া হাফিজ বিন হারুনুর রশিদের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাফিজ বিন হারুনুর রশিদ ঢাকার কামরাঙ্গীচরের হারুনুর রশিদের ছেলে। তিনি ঢাকার মারকাজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।
জানা গেছে, ঢাকা থেকে আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে গত শুক্রবার সকালে সিলেটে আসেন হাফিজ। বিকালে তারা সবাই মিলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান। সেখানে ধলাই নদীতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান হাফিজ। সন্ধ্যা হয়ে যাওয়ায় অনেক খোঁজাখুঁজি করেও ওই সময় তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, হাফিজের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল