Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ অক্টোবর, ২০১৯ ১৮:৩৫

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর জিন্দাবাজার থেকে শুরু হওয়া মিছিলটি রিকাবীবাজারে গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের যৌথ পরিচালনায় সভায় বক্তারা আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক, জুবের আহমদ জুবের, আবুল কালাম শিহাব খান প্রমুখ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য