সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় একটি গাছভর্তি ট্রলি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের ১ম খণ্ড গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৮) ও বশির উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (২৬)। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফতেহপুরের ১ম খণ্ড গ্রাম থেকে কয়েকটি গাছ ক্রয় করেছিলেন আব্দুর রহমান। রবিবার গাছগুলো কেটে ট্রলিযোগে নিয়ে যাচ্ছিলেন তিনি। ট্রলিতে পাশাপাশি বসেছিলেন আব্দুর রহমান ও চালক কামাল। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ট্রলি উল্টে তারা চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক