সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন সম্পর্কে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে ও থানা পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে
উপজেলা সদরে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, কাউকে শাস্তি দেয়া নয়, সড়কে শৃঙ্খলার জন্যই আইন। জনগণকে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য নয়, আইন মেনে নিরাপদে সড়কে চলাচল করার জন্যই সবাইকে সচেতন করতেই আইন করেছেন সরকার।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদ, মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত