সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সাবেক বিএনপি নেতা ও বর্তমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদ্রাসার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সম্মেলনস্থলে এসে মঞ্চে সামনের সারিতে বসেন।
ইনাম আহমদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে চলতি বছরের ৮ জুলাই ইনাম আহমদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।
ইনাম আহমদ চৌধুরী গেল জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
বিডি-প্রতিদিন/মাহবুব