হবিগঞ্জ মুক্ত দিবস আজ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা ও হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশ নেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান, মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ সদর উপজেলা ইউনিট কমান্ডার ল্যান্স নায়েক আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন