২৩ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০৫

আটক দুই জেলেকে তিন ঘণ্টা পর ছাড়ল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আটক দুই জেলেকে তিন ঘণ্টা পর ছাড়ল বিএসএফ

ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় দুই জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির তৎপরতায় প্রায় তিনঘণ্টা পর বিএসএফ তাদের ছেড়ে দেয়। মাছ শিকার করতে গিয়ে নদীতে সীমান্ত রেখা অতিক্রম করায় ওই দুই জেলেকে বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

বিএসএফ’র হাতে আটক দুই জেলেরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে হোসাইন আহমদ (৩২) ও একই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ (২০)।

স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে হোসাইন ও রেদওয়ান কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিল। হঠাৎ বিএসএফ’র একটি দল এসে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এলাকাবাসী ঘটনাটি বিজিবিকে জানালে তারা বিএসএফ’র কাছে বার্তা পাঠিয়ে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার দাবি জানায়। এরপর বিকাল ৩টার দিকে বিএসএফ দুই বাংলাদেশিকে ফেরত দেয়।

বিজিবি-৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশের জেলেরা ভারতের জলসীমায় গিয়ে মাছ শিকার করেছিল। এ কারণে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়। পরে বিএসএফ’র কোম্পানি পর্যায়ে কথা বলে তাদের মুক্ত করে আনা হয়েছে। নদীতে মাছ ধরার সময় জেলেদের জলসীমা অতিক্রম না করার পরামর্শ দেন তিনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর