করোনা দুর্যোগ মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়নের শতাধিক কর্মহীন ও দরিদ্রদের এ সহায়তা দেয়া হয়। শুক্রবার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমানের অর্থায়ণে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
বিতরণকালে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, ছাত্রলীগ সভাপতি এনামুল হক বিজয়, সহ-সভাপতি শাহ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমির দে ঝুলন, ছাত্রনেতা সুমন আহমেদ, জুবায়ের আহমেদ, সালেহ আহমদ, শামীম আহমদ, মাসুদ কালাল মুন্না, মাসুক আহমদ, জামি আহমদ, জাহিদ হোসেন, আদিল ইসলাম, বাবুল মিয়া, কাদির মিয়া ও গিয়াস আহমদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ