করোনাভাইরাসের কারণে সংক্রমণ ঠেকাতে সরকার সারা দেশে কারাগারে থাকা বেশ কিছু বন্দীদের ধারাবাহিকভাবে মুক্তি দিচ্ছে। এ প্রক্রিয়ায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৩ বন্দী। মুক্তির প্রক্রিয়ায় আছেন আরো ২০ জন।
কারা সূত্রে জানা গেছে, সিলেটে এ পর্যন্ত এ তিন দফায় ১৩ জন বন্দি মুক্তি পেয়েছেন। প্রথম দফায় ৬ মাস থেকে ১ বছর সাজাপ্রাপ্ত ২ জন, দ্বিতীয় দফায় এক থেকে তিন মাস সাজাপ্রাপ্ত ২ জন এবং তিন মাস থেকে ছয় মাস সাজাপ্রাপ্ত ৯ জন মুক্তি পেয়েছেন। এর বাইরে ২০ জন মুক্তির প্রহর গুনছেন। তাদের মুক্তির সিদ্ধান্ত হয়ে গেছে। এখন জরিমানার অর্থ পরিশোধ করলেই তারা কারামুক্ত হবেন।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, ‘তিন দফায় ১৩ জন মুক্ত হয়েছেন সিলেট কারাগার থেকে। আরো ২০ জন জরিমানা পরিশোধ করে মুক্ত হতে পারবেন। সবমিলিয়ে ৩৩ জন মুক্তি পাচ্ছেন এ কারাগার থেকে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার