করোনার উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়।
বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওই নারীর শরীরে করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি যক্ষার রোগীও ছিলেন। এরপরও করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বুঝা যাবে তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কিনা।
বিডি প্রতিদিন/এ মজুমদার