সিলেটে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত করে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর এনাম উদ্দিন (৪৫) নামের ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
গত সোমবার বেলা দেড়টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এনাম উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মাঝের মহল্লা গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত কয়েকদিন ধরে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে (৩৮) চাপ দিচ্ছিলেন এনাম উদ্দিন। কিন্তু শিল্পী তাতে রাজি হননি। সোমবার বেলা দেড়টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে এনাম ছুরি দিয়ে শিল্পীর গলায় আঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান শিল্পী বেগম।
গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে শিল্পী বেগমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বামী এনাম আহমদকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ