সিলেটের ওসমানীনগরে পিকআপ ভ্যান উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পশ্চাশোর্ধ। তবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এরশাদুল হক ভূইয়া জানান, মঙ্গলবার ভোরে নবীগঞ্জগামী বালুভর্তি পিকআপ ভ্যানটি দুজন যাত্রী নিয়ে যাওয়ার সময় ব্রাহ্মনগ্রাম পেট্রোল পাম্পের কাছে পেছনের দুটি চাকা ফেটে যায়। এ সময় পিকআপটি উল্টে গেলে বালুর নিচে পড়ে এক ব্যক্তি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসনামী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ