শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য বিশেষায়িত ল্যাব চালু হচ্ছে রবিবার। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ল্যাবটি কয়েকদিন আগে চালু হওয়ার কথা থাকলেও, মেশিনারিজ স্থাপন ও টেকনিক্যাল কারণে সেটা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে পিসিআর মেশিনটি পৌঁছে গেছে এবং সেটি বসানোর কাজ চলছে। আশাকরা যাচ্ছে রবিবার থেকে এই ল্যাবে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।
প্রথমে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা গেলেও কয়েকদিন পরে এই ল্যাবে প্রায় দুইশ’ পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান ডা. আনিসুর রহমান।
বর্তমানে সিলেট বিভাগের মধ্যে কেবলমাত্র সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরীক্ষা হচ্ছে। দিনদিন নমুনার পরিমাণ বেড়ে যাওয়ায় শুধুমাত্র ওসমানীর ল্যাব দিয়ে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই ঢাকার আইইডিসিআরে নমুনা পাঠাতে হচ্ছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ল্যাব চালু হলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ