২৫ মে, ২০২০ ২৩:০৭

১৪ দিনে করোনা জয় স্বাস্থ্য কর্মকর্তার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

১৪ দিনে করোনা জয় স্বাস্থ্য কর্মকর্তার

ডা. আবদুর রহমান মুসা

১৪ দিনে করোনা জয় করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা। গত ১০ মে কোন উপসর্গ ছাড়াই নমুনা পরীক্ষায় দিলে করোনা শনাক্ত হয় তার। এরপর থেকে নিজ কর্মস্থল উপজেলা হাসপাতালের আইসোলেশনে ছিলেন তিনি।

আইসোলেশনের এই ১৪ দিনেও তার শরীরে ছিল না উপসর্গের কোন উপস্থিতি। সেখানে স্বাভাবিক দিন যাপন করছিলেন তিনি। পাশাপাশি উপসর্গহীন করোনা থেকে মুক্তি পেতে নিয়েছেন নিয়মিত চিকিৎসা সেবা। পরে গত
২১ মে আবারও নমুনা পরীক্ষায় পাঠান তিনি। ২৪ মে পাওয়া রিপোর্টে করোনা নেগেটিভ আসে তার।

সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলায় ৩৩ জন করোনা আক্রান্তদের মধ্যে ৩য় করোনা পজেটিভ হিসেবে গেল ১০ মে শনাক্ত হন তিনি। উপসর্গ আছে, এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ, আক্রান্তদের বাড়ি লকডাউনসহ করোনা সংকটে মাঠে দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. আবদুর রহমান মুসা ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, নিজের দৃঢ় মনোবল ও সকলের দোয়ায় আমার এখন করোনা নেগেটিভ। সেবাই আমার ধর্ম।

আমি ভেঙ্গে পড়িনি, শুরু থেকেই নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি আইসোলেশনে স্বাভাবিক দিনযাপন করেছি। নেগেটিভ ফলাফল পাওয়ার পর বর্তমানে নিময়মানুযায়ী আরো ১৪ দিন হোম কোয়ারাইন্টানে আছি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর