মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে উজালা রাণী দাস (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই বছর বয়সের দেব দাস নামে এক শিশুর বাম পা কেটে গেছে। তাদের বাড়ী মৌলভীবাজারের রাজনগরের বড়গাঁত্ত গ্রামে।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল রেল স্টেশনের প্লাটফর্ম ও আউটার সিগনাল এর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটেছেঠ।
জিআরপি থানা থেকে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুরে শ্রীমঙ্গল ষ্টেশন ছেড়ে যাবার পর স্থানীয় লোকজন রেল লাইনে ওই মহিলার দ্বিখন্ডিত লাশ পরে থাকতে দেখেন। সাথে এক শিশু বাম পা কাটা অবস্থায় পরে থাকে। পরে জনতা জিআরপি পুলিশকে খবর দেয়।
জিআরপি থানার এসআই সবুজ মল্লিক জানান, আমরা মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। কি কারনে বা কিভাবে ওই মহিলা ট্রেনে কাটা পরলো তদন্ত না করে এখনি তা বলা যাচ্ছে না। তবে মহিলার সাথে অনেকগুলো ডাক্তারের চিকিৎসাপত্র পাওয়া গেছে। এ থেকে ধারনা করা যাচ্ছে হয়তো মহিলা ডাক্তার দেখানোর জন্য এসেছিল।
বিডি প্রতিদিন/হিমেল